আমাদের ভারত, নদিয়া, ৬ মার্চ: চাইল্ড লাইনের কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৩ লক্ষ টাকা তোলা আদায়ের চেষ্টার অভিযোগে অনুপম সাহা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করলো শান্তিপুর থানার পুলিশ।
সূত্রের খবর, শান্তিপুর থানার বাবলা এলাকার বাসিন্দা এক ব্যক্তি গত ২ দিন আগে শান্তিপুর থানায় অনুপম সাহা নামে এক চাইল্ড লাইনের কর্মীর বিরুদ্ধে তার ছেলেকে পকসো মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ৩ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ দায়ের করে। আর সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত নেমে সোমবার রাতে তিলপাড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার আনুমানিক বেলা সাড়ে ১১টা নাগাদ ধৃতকে রানাঘাট আদালতে পাঠিয়েছে শান্তিপুর পুলিশ।