আমাদের ভারত, হুগলি, ২৫ নভেম্বর: আগুনে পুড়ে ভষ্মীভূত হল বেশ কয়েকটি বাড়ি। শুক্রবার সাত সকালে ঘটনাটি ঘটেছে রিষড়া থানা এলাকার চার নম্বর রেল গেট লাগোয়া বস্তিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয়রা হঠাৎ করেই চার নম্বর রেল গেট লাগোয়া বস্তিতে আগুন দেখতে পান। এরপরই তারা পুলিশ ও দমকলকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ও দমকল কর্মীরা। দমকলের তিনটে ইঞ্জিনকে কাজে লাগিয়ে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।
তবে এই ঘটনায় জীবনহানি হওয়ার কোনও খবর পাওয়া যায়নি। যদিও এই আগুন লাগার ঘটনা নিয়ে স্থানীয় মানুষজন দ্বিধা বিভক্ত। একাংশের ধারণা, সিলিন্ডার ফেটেই এই বিপত্তি। আবার কিছু মানুষ দাবি করে সাংবাদিকদের বলেন, শীতের সকালে আগুন জ্বালিয়ে তাপ নেবার সময় আগুনের ফুলকি বস্তিতে পড়ে থাকতে পারে। তার ফলে আগুন লেগে থাকতে পারে। ওই এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানিয়েছেন, এই আগুন লাগার ফলে তারা সর্বস্বান্ত হয়ে গিয়েছেন। বাড়িতে যেটুকু জমানো টাকা ও সোনাদানা ছিল সবকিছু আগুনে পুড়ে গিয়েছে। এই ঘটনার পর থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তবে কিভাবে আগুন লেগেছে সেই সম্পর্কে দমকল কর্মীরা সঠিক ভাবে কিছু বলতে চাননি।