আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৯ জুলাই: বাস্কেটবল খেলার পর বর্ষার ভরা করলা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল নবম শ্রেণির এক ছাত্র। জলপাইগুড়ি শহরের জেওয়াইএম মাঠ সংলগ্ন করলা ঘাটে বৃহস্পতিবার সন্ধে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছয় পুরসভার বিপর্যয় মোকাবিলা দফতর ও সিভিল ডিফেন্সের সদস্য ও কোতোয়ালি থানার পুলিশ। নৌকা ও স্পিডবোট নামিয়ে তল্লাশি চলছে নদীতে।
পুলিশের তরফে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে তল্লাশি কাজ শুরু করেছে এনডিআরএফ জওয়ানরা। বোট নামিয়ে নদীতে চলছে তল্লাশি। গভীর রাত পর্যন্ত তল্লাশি করেও পাওয়া যায়নি ছাত্রের দেহ। নদী পাড়ে পড়ে আছে ছাত্রের পোশাক ও জুতো।
করলা ও তিস্তা নদীর মিলনস্থলের বাসিন্দাদের সর্তক করা হয়েছে প্রশাসনের তরফে। স্থানীয় সূত্রে জানা যায় এ দিন বাস্কেটবল খেলে তিনবন্ধু ভরা করলায় স্নান করতে গিয়েছিল। দুই বন্ধুর সামনে এক বন্ধু নদীতে তলিয়ে যায় স্রোতে। পুলিশ জানায়, তলিয়ে যাওয়া ছাত্রের নাম মাধব হাংসারিয়া, শিরিষতলার এক ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্র। পুরপ্রধান পাপিয়া পাল বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে আসলাম। খুবই বেদনাদায়ক ঘটনা। ছাত্রকে উদ্ধার করার প্রক্রিয়া চলছে।” ছাত্রের আত্মীয় অরুণ আগরওয়াল বলেন, “খেলাধুলো করতে ভালোবাসে এই কারণে বাস্কেটবল খেলতে এসেছিল। খেলাধুলা করে নদীতে স্নান করতে গিয়ে দুর্ঘটনা।”
অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় বলেন, “সিভিল ডিফেন্সের সদস্যরা কাজ করছে। এনডিআরএফ ঘটনাস্থলে এসে ছাত্রের খোঁজে নদীতে তল্লশি শুরু করেছে।”