বালুরঘাটে ভোট বয়কটের গ্রামেই তৈরি হচ্ছে নতুন রাস্তা, সরকারের পাশে থাকার বার্তা চকমাধব গ্রামের লোকেদের

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২০ জানুয়ারি: রাজ্য সরকারের উদ্যোগেই নতুন রাস্তা পাচ্ছে ভোট বয়কটের গ্রাম। আগামী কয়েক দিনেই তৈরী হবে ৯০০ মিটার দীর্ঘ ঢালাই রাস্তা। ভোটের আগে সরকারি উদ্যোগে খুশি দক্ষিণ দিনাজপুর জেলার অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতের চকমাধব গ্রাম। রাস্তা পেয়ে খুশি বাসিন্দারা দিলেন সরকারের পাশে থাকার বার্তা।

অমৃত খন্ড পঞ্চায়েতের চকমাধব গ্রামে রাস্তা তৈরির দাবিতে পঞ্চায়েত ভোট বাতিল করেছিলেন বাসিন্দারা। তারপরেও রাস্তার কাজ না হওয়ায় লোকসভা ভোট পুনরায় বয়কটের ডাক দেন তারা। সেই সময় বেশকিছু বাসিন্দা ভোট দিলেও বেশিরভাগই বুথ মুখি হয়নি। পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা হাতে মহিলারা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। কেটে দেওয়া হয়েছিল গ্রামে ঢোকার রাস্তাও। যার পরেই দ্রুততার সাথে ওই বেহাল রাস্তা তৈরির উদ্যোগ গ্রহণ করেন বিডিও।

গ্রামবাসী কৃষ্ণকান্ত বর্মন ও বুলবুলি বর্মনরা জানিয়েছেন, দীর্ঘদিন তারা এই রাস্তার জন্য প্রশাসনের দোরে দোরে ঘুরেছেন। কিন্তু কিছুতেই কোনও কাজ হয়নি। এবারে রাজ্য সরকার তাদের দিকে মুখ তুলে চেয়েছেন। তারাও সরকারের পাশে থাকবেন। এই রাস্তা হওয়ার ফলেব বাসিন্দাদের অনেক সুবিধা হবে।

বালুরঘাটের বিডিও অনুজ সিকদার জানিয়েছেন, অর্থ বরাদ্দ হয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে ৬০০ মিটার রাস্তা তৈরী হবে। তার পরেই বাকি ৩০০ মিটার রাস্তার কাজ শেষ করবে নির্দিষ্ট ঠিকাদার সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *