আমাদের ভারত, ব্যারাকপুর, ১০ ফেব্রুয়ারি:শ্যামনগরের রাওতায় অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার এক মাঝবয়সী ব্যক্তির দেহ। জানাগেছে, ভাটপাড়া পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিধান মার্কেট এলাকায় আজ আচমকা একটি আগাছার জঙ্গলের ভিতরে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বিজয় পাসী নামে ওই ব্যক্তিকে। তার শরীরের প্রায় অর্ধেক অংশই পুড়ে গিয়েছে। তাকে তড়িঘড়ি উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় জগদ্দল থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগাছার ওই জঙ্গলে মাঝেমধ্যেই মদ্যপান করতে আসতেন ওই ব্যক্তি। সম্ভবত আজও সেখানে শুকনো জায়গায় আগুনের কোনো উৎস থেকেই এই ঘটনা ঘটেছে। যদিও পুলিশ সুত্রে খবর, শারীরিকভাবে প্রতিবন্ধী বিজয় মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তাই আজ নিজেই নিজের গায়ে আগুন লাগিয়েছে।