আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি : করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন এই সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের এক বাসিন্দাকে। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তির নাম গোবিন্দ প্রসাদ সাউ (৪৫)।
বাড়ি ভগবানপুর থানার বনমালীপুর গ্রামে। কোম্পানির ভ্রমনে তিনি ইন্দোনেশিয়া গিয়েছিলেন দিন পনেরো আগে। ফিরেছেন দিন কয়েক হল। গত দুদিন জ্বর ও কাশিতে ভুগছিলেন এই গোবিন্দ বাবু। তাই বৃহস্পতিবার বিকেলে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের উদ্যোগে তাকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হল কলকাতা। প্রথমে উনি যেতে রাজি হননি। পরে পুলিশ, স্বাস্থ্য দফতরের কর্মী ও প্রশাসনের লোকজন বোঝানোর পর অ্যম্বুলেন্সে চেপে সস্ত্রীক কলকাতার উদ্যেশ্যে রওনা হয়েছেন তিনি।