আমাদের ভারত, বনগাঁ, ১৪ মার্চ: করোনা ভাইরাস আক্রান্ত এক ব্যক্তি আশঙ্কা জনক অবস্থায় উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি। অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের চিকিৎসকরা তাঁকে কলকাতা হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু ওই আক্রান্ত ব্যক্তিকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স মিলছে না।
বনগাঁ হাসপাতাল ও পরিবার সূত্রের খবর, জ্বর কাঁশি নিয়ে শুক্রবার বিকেলে ৫টায় ভর্তি করা হয় বনগাঁর মোস্তাফিপড়ার বাসিন্দা ৭৪ বছরের বৃদ্ধকে। বৃদ্ধর উপসর্গ দেখে চিকিৎসকদের সন্দেহ হয়। তাঁকে বেলেঘাটা আই ডি হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা। কিন্তু কোনও অ্যাম্বুলেন্স যেতে রাজি না হাওয়ায়, তাঁকে স্থানান্তর করা সম্ভব হয়নি l হাসপাতাল কর্তৃপক্ষ প্রশাসনিক কর্তাদের জানিয়েছেন।
পরিবারের লোকজন জানিয়েছেন, ১০ দিন আগে দিল্লি থেকে বাড়ি ফেরেন, ওই দিন রাত থেকেই জ্বর, কাশি, মাথা যন্ত্রনা শুরু হয়। দু’দিন বাড়িতে রেখেই চিকিৎসা করান তাঁর পরিবার। অবস্থা আশঙ্কা হওয়ায় শুক্রবার বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে। আট দিন পেরিয়ে যাওয়ার পরও তার জ্বর, কাশি কমছে না। আজ বনগাঁ হাসপাতালের চিকিৎসকরা কলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দিলে, কলকাতায় নিয়ে যাওয়ার জন্য কোনও অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, কোনও চালক যেতে চাইছে না। অসহায়তা দিন কাটাচ্ছে পরিবার।
বনগাঁ হাসপাতালের অতিরিক্ত সুপার জানিয়েছেন, গত সাত দিন ধরে চিকিৎসা চলছে, সিমটম দেখে করোনা ভাইরাস বলে সন্দেহ হওয়ায় তাঁকে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রোগীর পরিবারদের জানানো হয়েছে। তিনি বলেন, বনগাঁ হাসপাতালের অ্যাম্বুলেন্স দুটো, একটি বিকল হয়ে পড়ে আছে। অন্য একটি কলকাতায় রোগী নিয়ে গিয়েছে।