আমাদের ভারত, ৭ জুলাই: রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে বাংলাদেশের বগুড়ায়। এই ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার বিকাল সোয়া পাঁচটা নাগাদ বগুড়া শহরের সেউজগাড়ি আমতলি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে বগুরা শহরের সেউজগাড়ি ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। আমতলি মোড় এলাকায় আসার পর রথের গম্বুজটি রাস্তার ওপরে থাকা হাইভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসে এবং সঙ্গে সঙ্গে তারে আগুন লেগে যায়। এ ঘটনার সময় রথে থাকা এবং আশপাশে থাকা অন্তত ৩৫ জন আহত হন।
আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, গুরুতরভাবে আহতদের ঢাকা শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে পাঠানো হচ্ছে।