স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৩১ ডিসেম্বর:
এক আইনি ছাত্রের মানসিক অবসাদে আত্মহত্যাকে ঘিরে চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। মৃতের নাম সুব্রত বিশ্বাস(২১)।
শান্তিপুর পৌরসভার অন্তর্গত ২১ নম্বর ওয়ার্ডের নোয়াখালী দালাল পাড়া লেনের ঘটনা।
জানা যায়, দালাল পাড়া লেনের গুরুদাস বিশ্বাসের, একমাত্র ছেলে সুব্রত বিশ্বাস, এক বেসরকারি কলেজে আইন নিয়ে পড়াশোনা করছিলেন। কিন্তু লকডাউনের মধ্যে দীর্ঘদিন কাজ না থাকায় পরিবারের একমাত্র রোজগেরে গুরুদাস বিশ্বাসের পরিবারে আর্থিক সংকট নেমে আসে। বাবার আর্থিক সংকটে মানসিকভাবে ভেঙে পড়ে ছেলে সুব্রত বিশ্বাস। কিন্তু চাকরি না থাকলেও ছেলেকে পড়াশোনার খরচ নিয়ে কিছু বলতেন না বাবা। আধপেটা খাবার খেয়েও অতিকষ্টে ছেলের পড়াশুনার খরচ বহন করত গুরুদাসবাবু। ছেলেও বাবার পরিস্থিতি বুঝতে পারত অনেকটাই। এই অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েছিল সে অনেক টাই।
পরিবার সূত্রের খবর, গতকাল রাতে প্রতিদিনের মতো খাবার খেয়ে ঘরে শুতে যায় সুব্রত। এরপর বাড়ির লোকজনেরাও ঘুমিয়ে পড়ে। আজ সকালে দরজা খুলতেই পরিবারের লোকজন দেখে ছেলে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে, এরপর কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। স্বাভাবিকভাবেই এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। শান্তিপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ও ময়না তদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতাল পাঠানো হয়।