ফের ইসলামপুরে পুলিশি তৎপরতায় উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও চোরাই বাইক, ধৃত ৪

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৮ মার্চ: ফের পুলিশি তৎপরতায় উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। অন্যদিকে নাকা চেকিং চালিয়ে উদ্ধার হয়েছে চোরাই বাইকও। পুলিশের তৎপরতায় উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও বাইক নিয়ে শনিবার এক সাংবাদিক সম্মেলন করলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলায় পুলিশ সুপার বিশপ সরকার।

এদিন পুলিশ সুপার জানিয়েছে, গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার জেলার চোপড়া থানার দাসপাড়ায় পুলিশ অভিযান চালিয়ে গন্দুগছ এলাকা থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ওই দুষ্কৃতীর নাম মহিবুল হক। তার বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৬টি আগ্নেয়াস্ত্র সহ দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, নাকা চেকিং চালিয়ে পাঁচটি চোরাই বাইক সহ তিনজনকে গ্রেপ্তার করলো গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। ধৃত তিন দুষ্কৃতি হল মহম্মদ আলম, আজির আলম ও হাসান শাহ। এরা গোয়ালপোখরের পাঞ্জিপাড়ার বাসিন্দা। এদিন ধৃত সকলকেই ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পাশাপাশি এদিন এই সাফল্যে দাসপাড়া ফাঁড়ির পুলিশ আধিকারিক নয়ন কুমার মন্ডল ও পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ আধিকারিক প্রণব সরকারকে সম্মানিত করা হয় ইসলামপুর পুলিশ জেলা পুলিশ প্রশাসনের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *