পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ জুন: রবিবার সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো হোমিওপ্যাথি চিকিৎসকের। স্থানীয়রা জানিয়েছেন, পেছন থেকে বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত মাতকাতপুরে। ওই চিকিৎসকের নাম হরিপদ মাইতি। বাড়ি মেদিনীপুর শহরের জর্জকোট এলাকায়। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, রবিবার সকালে মেদিনীপুর থেকে বাইকে করে যাচ্ছিলেন হরিপদবাবু। মাতকাতপুরে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকার সময় পেছন থেকে এক বালি বোঝাই ডাম্পার তাকে পিষে দেয় বলে অভিযোগ।
ঘটনার পরেই উত্তেজিত জনতা ওই বালি বোঝাই ডাম্পারে ভাঙ্গচুর চালায়। দেহকে আটকে রেখে চলে পথ অবরোধ।
মেদিনীপুর-খড়্গপুর সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। মানুষজনকে বোঝানোর পরে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সাত সকালে ঘটা এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।