স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া ৪ আগস্ট: ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গৃহ শিক্ষকের। নদিয়ার চাকদার কলাগাছা ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা। বৃহস্পতিবার ঐ গৃহ শিক্ষক টিউশন পাড়াতে স্কুটি নিয়ে বেরিয়েছিলেন। সেই সময় পিছন থেকে বড় চাকার একটা ডাম্পার তাকে পিষে দেয়। উত্তেজিত জনতা ডাম্পার গাড়িটিকে ধরে আগুন লাগিয়ে দেয় ও পথ অবরোধ করে।
উত্তেজিত জনতার বক্তব্য, তাদের দাবি যতক্ষণ না মানবে ততক্ষণ অবরোধ চলবে। এরপর চাকদাহ থানার পুলিশ উপস্থিত হলে কোনও সুরাহা তো হয়ই না উপরন্ত পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধস্তাধস্তি হয়। এরপর ঘটনাস্থলে কল্যাণী থানার পুলিশ, এসডিপিও সহ সবাই হাজির হন এবং চাকদা বিডিও ঘটনাস্থলে আসেন। বিক্ষোভকারীদের দাবি, মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং রাস্তা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করতে হবে। মাঝে মাঝেই অ্যাক্সিডেন্ট হচ্ছে কলা গাছায়।
বিডিও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন এবং জানান বিকেল তিনটের সময় তার অফিসে হাইওয়ে অথরিটির সঙ্গে তিনি আলোচনায় বসবেন যাতে মৃত ব্যক্তি বিশ্বজিৎ পালের পরিবার ক্ষতিপূরণ পায় এবং যাতে দ্রুত রাস্তা মেরামতের ব্যবস্থা করা হয়। প্রায় চার ঘন্টা অবরোধের পর প্রশাসনিক মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হয়।