পার্থ খাঁড়া, আমাদের, ঝাড়গ্রাম, ৭ মে: ঝাড়গ্রাম জেলাজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। ঝাড়গ্রাম বন বিভাগের অন্তর্গত মানিকপাড়া রেঞ্জের কুসুমঘাঁটি বিটে শাবক সহ মোট ২৫ থেকে ৩০টি হাতির দল রয়েছে। জলের তেষ্টা মেটানোর জন্য মঙ্গলবার বিকেলে জঙ্গল থেকে বেরিয়ে ঠাকুরথান এলাকার রিলিফ বাঁধে নেমে পড়ে হাতির দলটি।
স্থানীয় মানুষজন সেই মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে হাতির জল পানের। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।