পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৫ জানুয়ারি: মেছেদা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ বিকেলে বিদ্যাসাগর স্মৃতিভবনের লাইব্রেরি হলে ত্রয়োদশ বর্ষ উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রারম্ভিক বক্তব্য রাখেন সংস্থার সভাপতি গণেন রায়। সভার শুরুতে বিশ্বখ্যাত তবলাবাদক প্রয়াত জাকির হোসেনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিশিষ্ট শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন নৃত্যে অদ্রিজা নন্দী, শ্রেয়া চক্রবর্তী, সঙ্গীতে অলোক চট্টোপাধ্যায়, সেতারে অভিজিৎ নারায়ণ ভট্টাচার্য, আকাশবাণীর শিল্পী তপন কুমার নট্য প্রমুখ। সমস্ত শিল্পীদের প্রয়াত জাকির হোসেনের একটি স্মারক তুলে দেওয়া হয়। প্রায় পাঁচ শতাধিক মানুষ মন্ত্রমুগ্ধের মতো অনুষ্ঠানটি উপভোগ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন নৃপেন্দ্র নারায়ণ রায়, ডাঃ কালিশংকর পাত্র প্রমুখ। শিল্পীদের ধন্যবাদ জানান সংস্থার সহ-সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া।