Intruder Baghdad, বাংলাদেশের মোবাইলের একধিক সিমকার্ড সহ গ্রেফতার এক অনুপ্রবেশকারী মহিলা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ ডিসেম্বর: বাংলাদেশের মোবাইলের একাধিক সিমকার্ড সহ এক মহিলা অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ। একদিকে অশান্ত বাংলাদেশ। ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে বলে গোয়েন্দা সূত্রের খবর। আর সেই সময় উত্তর ২৪ পরগনার বনগাঁ-বাগদা সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি সিম সহ গ্রেফতার এক মহিলা। তাঁর কাছে কীভাবে একাধিক বাংলাদেশি সিম এল তা নিয়ে তদন্তকারীরা জিজ্ঞাসবাদ শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম রহিমা খাতুন মন্ডল। বাড়ি বনগাঁ থানার চাঁদা রায়পুর এলাকায়। গতকাল রাতে অটো করে ওই মহিলা বাগদা থেকে বনগাঁয় নিজের বাড়ি ফিরছিলেন। হ্যালেঞ্চা বাজারের সামনে পুলিশ নাকাচেকিং করছিল। অটো থামিয়ে ওই মহিলার জিনিসপত্র তল্লাশি হয়। তাঁর থেকে কয়েকশো নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাঁকে গ্রেফতার করে বাগদা থানায় নিয়ে যায় পুলিশ। আরও তল্লাশি করতেই বেরিয়ে পড়ে তিনটি বাংলাদেশি সিমকার্ড। আরও ছটি ভারতীয় সিমকার্ডও পাওয়া গিয়েছে তাঁর থেকে। কীভাবে তাঁর কাছে ওই বাংলাদেশি সিম এল? অতগুলি সিমকার্ড তিনি নিয়ে কোথায় যাচ্ছিলেন? এই সিমকার্ডগুলি কি অন্য কারোর কাছে পাচার করা হচ্ছিল ওই মহিলার মাধ্যমে? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারত- বাংলাদেশ সীমান্তে বিএসএফের পাশাপাশি পুলিশও কড়া নজরদারি চালাচ্ছে একাধিক এলাকায়। বাংলাদেশি সিম কি জঙ্গি কার্যকলাপে ব্যবহারের জন্য আনা হচ্ছিল? সেই প্রশ্নও উঠছে।

বনগাঁ এলাকাতেও ভুয়ো পাসপোর্ড, আধার কার্ড চক্রের সন্ধান পাওয়া গিয়েছে। চক্রের জাল কত দূর ছড়িয়ে, সেই তথ্য জানার জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ। সেখানে এবার পাওয়া গেল বাংলাদেশি সিম। ওই মহিলার সম্পর্কে আরও বিস্তারিত খোঁজখবর শুরু করেছে পুলিশ। পরিবারের সদস্যদের কেউ কি কোনও চক্রের সঙ্গে জড়িত? তাও খতিয়ে দেখা হচ্ছে। ওই মহিলাকে আজ রবিবার আদালতে তোলা হইয়েছিল। বিচারক তাঁকে পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *