সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩১ মে: মাঠে সবজি তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন এক কৃষক দম্পতি। আজ ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বড়জোড়া থানার নতুনগ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত দম্পতির নাম নীরোদ সাঁতরা (৬৫), তারারানী সাঁতরা (৫৯)।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কাল রাত ৯টা থেকে জেলাজুড়ে তুমুল ঝড় বৃষ্টি হয়। আজ ভোর সাড়ে ৪টে নাগাদ ওই দম্পতি মাঠে যান সবজি তুলতে। ওনারা স্বামী- স্ত্রী মিলে বেশ কিছুটা জমিতে ভেন্ডি চাষ করেছেন। তা তুলে এনে বাজারে নিয়ে যাবেন তাদের ছেলে। ওই সময় মেঘলা আকাশে আচমকা বাজ পড়তে থাকে। কিছুক্ষণ পর ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়। এই আবহাওয়াতেও তারা ভেন্ডি তুলতে থাকেন। কাছাকাছি একটি বাজ পড়ে। তারই জেরে তাদের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারাই তাদের বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
মর্মান্তিক এই মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে আসেন বড়জোড়ার বিধায়ক অলক মুখার্জি। তিনি বলেন, নীরদ সাঁতরার চাষের দিকে ভীষণ ঝোঁক ছিল। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। গ্রামবাসীরাও দাবি করেন, এই দম্পতি অত্যন্ত ভাগ্য করে দাম্পত্য জীবন পেয়েছিলেন। একসাথে মাঠে সারাক্ষণ থাকতেন। দু’জন দুজনকে ছেড়ে থাকতে পারতেন না। তাই চলেও গেলেন এক সাথে। এদিন তাদের একই চিতায় সহমরণে শেষ বিদায় জানান গ্রামবাসীরা।