সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
১৮ ডিসেম্বর: তৃণমূল কাউন্সিলরকে তোলা না দিয়ে নিজের জমিতে ঘর তৈরি করায় বেধড়ক মার খেতে হল ওই পরিবারেকে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের।
বনগাঁ পুরসভার এক কাউন্সিলরের বিরুদ্ধে দুই মহিলাকে মারধর, বাড়ি ভাঙ্গচুরে মদত দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি তোলা চাওয়ারও অভিযোগ তোলা হয়েছে। শিপ্রা সর্দার বিশ্বাস নামে এক মহিলা মঙ্গলবার রাতে বনগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করে জানান, তিনি বেশ কয়েক বছর আগে বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে একটি জমি কেনেন। বর্তমানে তিনি অন্যত্র একটি ভাড়া বাড়িতে থাকছেন। তাঁর অভিযোগ, নিজের জমিতে বাড়ি করে সেখানে থাকার ইচ্ছে নিয়ে নিজের জমিতে তিনি একটি টিনের চালার ঘর বানান। শিপ্রা সর্দার বিশ্বাসের অভিযোগ, নিজের জমিতে ঘর বানাতে গেলে স্থানীয় তৃণমূল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস তাঁর কাছে ২ লক্ষ টাকা দাবি করেন। কিন্তু তিনি সেই টাকা দিতে রাজি না হওয়ায় কাউন্সিলরের সহযোগীরা তাঁর উপর নানাভাবে অত্যাচার করতে থাকে। এই অবস্থায় তিনি তাঁর জমিতে টিনের ঘর বানালে সেই ঘর এবং পাঁচিল ভেঙ্গে দেওয়া হয়। এমনকি তাঁকে এবং তাঁর মাকে মারধর করা হয় বলে অভিযোগ।
যদিও এই অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস বলেন, ‘ওই মহিলাকে আমি চিনি না। তাঁর বাড়ি ভাঙ্গচুর বা টাকা চাওয়ার কোনও প্রশ্নই নেই। স্থানীয় মহিলাদের কাছ থেকে আমি জানতে পেরেছি যে, ওই এলাকায় একটি খাস জমি রয়েছে, যেখানে বাচ্চারা খেলাধুলা করে। অভিযোগকারী মহিলা নিজের জমিতে ঘর না করে ওই খাস জমিতে ঘর করায় বাচ্চাদের বাড়ির লোকেরাই আপত্তি তোলে এবং ঘর ভেঙ্গে দেয়।’