বড়জোড়ায় চালু হলো বিদেশী সংস্থার কারখানা

সোমনাথ বরাট, আমাদর ভারত, বাঁকুড়া, ৯ জানুয়ারি: বড়জোড়া শিল্প তালুকের ঘুটগোড়িয়ায় আজ থেকে শুরু হলো একটি বিদেশী সংস্থার নতুন কারখানা। এই কারখানায় স্থানীয় মানুষের কর্মসংস্থান হবে বলে আশায় রয়েছেন এলাকার বেকার যুবক যবতীরা। পেন্ডরোল রাহী প্রেসিশিয়ান প্রাইভেট লিমিটেড নামে একটি বিদেশী সংস্থার এই কারখানার উদ্বোধন করলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ড: অ্যানড্রিউ ফ্লেমিং। উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক অলক মুখার্জি, বিডিও কার্তিক চন্দ্র রায়, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ, জেলা পরিষদ সদস্য টিঙ্কু মন্ডল, স্থানীয় পঞ্চায়েত প্রধান গণেশ মন্ডল সহ অনেকে।

মূলতঃ মেট্রো রেল ও বুলেট ট্রেনের লাইনের পাত, চাবি সহ রেলের নানাবিধ যন্ত্রাংশ তৈরি হবে বলে কারখানার কর্তৃপক্ষ সূত্রে জানাগেছে। পাশাপাশি সাধারণ ট্রেনের যন্ত্রাংশও উৎপাদিত হবে। বড়জোড়ার বিধায়ক অলক মুখার্জি বলেন, যারা বলেন এরাজ্যে শিল্পের পরিবেশ নেই। মুখ্যমন্ত্রীর বিজনেস সামিটগুলো ভাঁওতা। তারা এসে দেখে যান। তিনি বলেন, এখানে অসংখ্য কারখানা রয়েছে। তারমধ্যে গত ৫ বছরে নতুন করে ৬টি কারখানা হয়েছে। এই কারখানায় ১২০ জন কর্মী নিয়ে কাজ শুরু হয়েছে। কারখানার সম্প্রসারণ হলে আরো লোক নিয়োগ হবে। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বাম বিজেপি নেতারা।

সিপিআইএম নেতা সুজয় চৌধুরী বলেন, বাম আমলে বড়জোড়ায় ৭০/ ৮০ ছোটো ও মাঝারি কারখানা গড়ে উঠেছিল। তৃণমূল আসার পর অর্ধেক বন্ধ হয়ে পড়েছে। শাসক দলের নেতাদের তোলা দিতে দিতে হিমশিম খেতে হয় মালিকদের। তাই অনেকে ঝাঁপ গুটিয়ে বিদায় নিয়েছে। বিজেপির বড়জোড়া মন্ডল সভাপতি গোবিন্দ ঘোষ বলেন, যে কারখানাটি উদ্বোধন হল তাতে ১২০ জন কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বিধায়ক বলেছেন। উনি ঠিক বলেছেন, তবে বড়জোড়ার কত জন বেকারের কর্ম সংস্থান হলো সেটা বলুন। গোবিন্দ ঘোষ দাবি করেন, কর্মরত সকল শ্রমিকই বহিরাগত। মালিক তৃণমূল নেতাদের ম্যানেজ করে নিলেও স্থানীয় বেকারদের নিয়োগ না হলে তাদের চাকরির দাবিতে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো।

কারখানার ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ খৈতান বলেন, এরাজ্যে শিল্প নির্মানের জন্য উপযুক্ত পরিকাঠামো ও পরিবেশ তৈরি করেছে রাজ্য সরকার। এখানেও রয়েছে সেই পরিকাঠামো ও পরিবেশ। তাই আমরা বড়জোড়াকেই বেছে নিয়েছি। ২০১৮ সাল থেকে নির্মাণ কাজ শুরু করে গত আগস্ট মাসে তা শেষ হয়েছে। তারপর থেকে ট্রায়াল বেসিসে উৎপাদন করা হচ্ছিল। আজ থেকে বাণিজ্যিক ভাবে উৎপাদন শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *