পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি: ডেবরায় খুন হলেন চিকিৎসক দম্পতির। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার ১১/১ নং অঞ্চলের ভগবানবাসান এলাকায়।
জানাগেছে, এদিন অন্যান্য দিনের মতন চেম্বার করছিলেন ডেবরার হোমিওপ্যাথিক চিকিৎসক শেখ সালাউদ্দিন। এরপর সন্ধে নাগাদ রোগী সেজে এসে ডাক্তার দেখানোর বাহানায় শেখ সালাউদ্দিন এবং তার স্ত্রী হীরা বিবিকে খুন করে দুষ্কৃতিরা। এই ঘটনার পরেই মানুষজন জড়ো হলে পালিয়ে যায় দুষ্কৃতিরা। ঘটনায় চাঞ্চল্য শুরু হয়েছে ডেবরা এলাকায়।
ঘটনার খবর পেয়ে আসে পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। এই খুনের পেছনে কোনো পুরানো শত্রুতা, না অন্য কোনো কারণ তাও খতিয়ে দেখছে পুলিশ।
যদিও এই নিয়ে এই মৃত চিকিৎসকের আত্মীয় শামিম আখতার বলেন, সন্ধ্যে নাগাদ যখন চেম্বারে আসি তখন কয়েকজন তাদের বলেন, ডাক্তারবাবুর ভিতরে রোগী দেখছেন আপনারা বাইরে দাঁড়ান। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পর যখন জোর করি তখন তারা দৌড়ে পালিয়ে যায়। জানিনা ওরা কারা। পুলিশ ঘটনার পরেই তদন্ত শুরু করেছে।