জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ আগস্ট:
ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার দাবি নিয়ে আগামী সোমবার দিল্লি যাচ্ছেন রাজ্যের মন্ত্রী ও বিধায়কদের একটি দল। চলতি মাসের দশ তারিখ ঘাটালে বন্যা পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত মাস্টার প্ল্যান কার্যকর করতে দিল্লিতে একটি প্রতিনিধি দল পাঠানোর কথা বলেছিলেন। সেই প্রতিনিধি দলে রাজ্যের মন্ত্রী এবং বিধায়কদের পাঠানোর সিদ্ধান্ত হয়। কিন্তু এরপর দিল্লি যাওয়া নিয়ে গড়িমসি করার ফলে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এর পরেই সিদ্ধান্ত হয় আগামী সোমবার প্রতিনিধি দলটি কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রী ও নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করবেন।
জানাগেছে, রাজ্যের প্রতিনিধি দলে থাকবেন জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইঞা, সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র, কারিগরি মন্ত্রী হুমায়ুন কবির, মন্ত্রী শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, বিধায়ক জুন মালিয়া, অজিত মাইতি এবং সেচ দপ্তরের প্রধান সচিব প্রভাত মিশ্র। এছাড়াও ঘাটালের সংসদ সাংসদ দীপক অধিকারীও থাকতে পারেন।
মন্ত্রী মানস ভুঁইঞা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মত সোমবার দিল্লি যাচ্ছি। সেখানে কেন্দ্রীয় জল সম্পদ উন্নয়ন মন্ত্রী এবং নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হবে। ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে রাজ্য সরকার প্রস্তুত রয়েছে, এক্ষেত্রে কেন্দ্রকেও এগিয়ে আসতে হবে বলে দাবি করেন মানস ভুঁইঞা।