বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে দিনের পর দিন সহবাস, অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের

আমাদের ভারত, নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর, ৬ জুলাই: এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন বছর ধরে সহবাস করার পর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। চাঞ্চল্যকর অভিযোগটি উঠেছে উত্তর ব্যারাকপুর পুরসভার নোয়াপাড়া শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি প্রসুন সরকার ওরফে শুভ দীপ সরকারের বিরুদ্ধে। তিনি ১১ নম্বর ওয়ার্ডের শাসকদলের কাউন্সিলর।

অভিযোগকারী তরুণীর দাবি, বেশ কয়েক বছর আগে কাউন্সিলর প্রসূনের সাথে তার পরিচয় হয়।
তরুণীর অভিযোগ, প্রথমে প্রসূন সরকার তাঁকে ধমকে চমকে সম্পর্ক করতে চায়। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিলে তিনি সম্পর্কে যেতে রাজি হন। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়। তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতার বেড়ে যায়।

এরপর অভিযোগকারী মহিলা জানতে পারেন, প্রসুন ওরফে শুভদীপ সরকার বিবাহিত এবং ওনার একটি ছেলে রয়েছে। নির্যাতিতার দাবি, “আমি এর আগেও বহুবার ওকে জিজ্ঞেস করেছি উনি বিবাহিত কি না, তখন উনি অস্বীকার করে যান। কিন্তু আমি পরে জানতে পারি, ওনার একটা নয় একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে। উনি তিন তিনজন মহিলাকে বেআইনি ভাবে বিয়ে করে আশেপাশেই রেখেছেন। ওনার একটি বাচ্চাও রয়েছে।

শুক্রবার দুপুরে নির্যাতিতা ওই তরুণী ব্যারাকপুর মহিলা থানায় কাউন্সিলরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপর দিকে অভিযুক্ত কাউন্সিলরের পরিবারের দাবি, মেয়েটির মানসিক চিকিৎসার দরকার আছে।

এপ্রসঙ্গে উত্তর ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান মলয় ঘোষ বলেন, বিষয়টি এই প্রথম শুনলাম। বিষয়টি তার কাছে একেবারেই অপ্রত্যাশিত ঘটনা। তবে প্রথমে তাকে ঘটনার সত্যতা সম্পর্কে আগে জানতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *