আমাদের ভারত, জলপাইগুড়ি, ২১ জানুয়ারি: এক পশু প্রেমী সংগঠনের উদ্যোগে এই প্রথম জলপাইগুড়ি শহরে ‘ডগ-শো’ প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান হল। রবিবার শহরের কলেজ পাড়ার এবিপিসি ময়দানে এই ‘ডগ-শো’র আয়োজন করা হয়েছিল। জলপাইগুড়ির পাশাপাশি অসম, শিলিগুড়ি, মালদহ, এছাড়াও আশপাশের বিভিন্ন জায়গা থেকে কুকুরপ্রেমীরা নিজেদের পোষ্যকে নিয়ে হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে।
উদ্যোক্তাদের দাবি, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ‘ডগ-শো’ হলেও জলপাইগুড়ি শহরে এর আগে কোনদিন হয়নি। বেশ কয়েকদিনের প্রস্তুতিতে এ দিন একদিনের ‘ডগ-শো’ হল। দেশি বিদেশি বিভিন্ন জাতের পোষ্য কুকুর নিয়ে হাজির হয়েছিলেন অনেকে। প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন বিভিন্ন জায়গায় প্রায় দুই শতাধিক মানুষ তাদের পোষ্য কুকুরকে নিয়ে। এছাড়া অনেক পশুপ্রেমীরা এদিনের ‘ডগ-শো’ দেখতে এসেছিলেন।
চিকিৎসক সৌমেন চট্টোপাধ্যায় বলেন, “ডগ-শো এই প্রথম হচ্ছে জলপাইগুড়ি শহরে। আমিও ডগ নিয়ে কাজ করে থাকি এই কারণে দেখতে এলাম। এদিনের শো থেকে সচেতনতামূলক কিছু পরামর্শ দেওয়া হয়। কলকাতা থেকে বিচারকরা আসেন।”
আরও এক পশুপ্রেমী বলেন, বাড়ির পোষ্য কুকুর নিয়ে এসেছি ডগ-শোতে। খুবই ভালো উদ্যোগ।”
এদিকে উদ্যোক্তা প্রীতম দাস বলেন, “জলপাইগুড়ি শহরে প্রথম ডগ-শো করা হল। বাইরের থেকেও ডগ নিয়ে এসেছেন সকলে। এই ডগ শো প্রতিযোগিতায় পুরস্কার রয়েছে।”