পুলিশি তৎপরতায় বাসে ফেলে যাওয়া জরুরি জিনিস ফেরৎ পেলেন এক শহরবাসী

আমাদের ভারত, কলকাতা, ৩ আগস্ট: বুধবার পুলিশি তৎপরতায় বাসে ফেলে যাওয়া জরুরি জিনিস ফেরৎ পেলেন এক শহরবাসী।

কলকাতা পুলিশ ফেসবুক পেজে এ খবর জানিয়ে লিখেছে, “দুপুর একটা নাগাদ শ্যামবাজার পাঁচমাথার মোড়ে ডিউটিতে ছিলেন শ্যামবাজার ট্র‍্যাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি ইন্সপেক্টর সৌমিক সেনগুপ্ত। আচমকা তাঁর দিকে উদভ্রান্তের মতো ছুটে আসেন ইন্দ্রজিৎ ব্যানার্জি (৪৮) নামে এক ব্যক্তি, জানান যে তিনি একটু আগে ৯১সি রুটের বাস থেকে নেমেছেন, কিন্তু ল্যাপটপ ও জরুরি কাগজপত্র সমেত ল্যাপটপ ব্যাগ রয়ে গেছে বাসেই।

সঙ্গে সঙ্গেই শ্যামবাজার ট্র‍্যাফিক গার্ডের সঙ্গে যোগাযোগ করেন সৌমিক এবং উল্টোডাঙা ট্র‍্যাফিক গার্ডকে জানাতে বলেন, তারা যেন ৯১সি রুটের বাস দেখলে আটকায়। অল্পক্ষণ পরেই গৌরীবাড়ি মোড়ে বাসটিকে থামান উল্টোডাঙা ট্র‍্যাফিক গার্ডের সার্জেন্ট কল্যাণ দে এবং অক্ষত অবস্থায় উদ্ধার হয় ইন্দ্রজিতবাবুর ব্যাগ ও অন্যান্য সম্পত্তি।

এর পর ইন্দ্রজিতবাবুকে সঙ্গে করে নিজে অরবিন্দ সরণি এবং রাজা দীনেন্দ্র স্ট্রিটের সংযোগস্থলে যান সৌমিক, যেখানে তাঁর জিনিসপত্র সমেত ব্যাগ শনাক্ত করার পর সব ফেরত পান ইন্দ্রজিতবাবু। বলা বাহুল্য, কলকাতা পুলিশ এবং কলকাতা ট্র‍্যাফিক পুলিশকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *