হাবড়ায় অটো থেকে পড়ে মৃত্যু এক ব্যবসায়ীর  

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ জুলাই:
বেপরোয়া চলন্ত অটো থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার হাবড়া বাজারে।মৃত যুবকের নাম রাজু পাল(২৭)৷ দত্তপুকুর শিবতলার বাসিন্দা। রেডিমেডের ব্যবসা করে বলে পরিবার সূত্রের খবর। যুবকের মৃত্যু ঘটনায় এলাকায় শোখের ছায়া।  

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন রাতে হাবড়ার ফুলতলা এলাকায় কিছু রেডিমেড কাপড় কিনে অটো করে বাড়ি ফিরছিলেন। হাবড়া বাজার পেরতেই অটোর গতি বাড়িয়ে দেয় চালক। পাশ থেকে একটি ভ্যানে আঘাত লেগে অটো থেকে পড়ে যায় রাজু। এরপর তাঁকে তড়িঘড়ি হাবড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু বলে জানায়।

মৃতের বাবা অমর পালের অভিযোগ, অটোর গতিবেগ বেশি থাকায় তার ছেলের মৃত্যু হয়েছে। যদিও এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এমনিতেই যশোর রোডের চওড়া অনেক কম। এর ফলে হাবড়াতে সব সময় যানজট থাকে। তার উপরে অটো চালকদের দৌরাত্ম্য লাগামছাড়া। প্রশাসন সব জেনেও নিরব।         
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *