আমাদের ভারত, ১৯ এপ্রিল: গ্রীষ্মকালীন যাত্রার জন্য টিকিটের অতিরিক্ত চাহিদার সামাল দিতে বেশ কিছু বিশেষ ট্রেন চালু করছে পূর্ব রেল।
পূর্ব রেল যে সমস্ত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে, সেগুলি হল হাওড়া- হিসার (১ জোড়া), হাওড়া- নিউ জলপাইগুড়ি (১১ জোড়া), হাওড়া – রক্সৌল (১০ জোড়া), শিয়ালদহ- জাগি রোড (১২ জোড়া), কলকাতা- জয়নগর (১০ জোড়া), মালদা টাউন- নিউ দিল্লি (১৫ জোড়া), মালদা টাউন- আনন্দ বিহার (১১ জোড়া), ভাগলপুর- নিউ দিল্লি (১৪ জোড়া), আসানসোল- আনন্দ বিহার (১১ জোড়া), শিয়ালদহ- লক্ষ্মৌ (১১ জোড়া), আসানসোল- জয়পুর (১১ জোড়া), ভাগলপুর – উধনা (১ জোড়া) ইত্যাদি।
এ কথা জানিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন যে, গ্রীষ্মকালীন বিশেষ ট্রেনগুলির পরিষেবার উপর জোর দিয়েছে পূর্ব রেল। এছাড়াও, প্রত্যেক স্টেশনেই ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে সবাই সুষ্ঠুভাবে ট্রেনে চড়তে পারেন। নিরাপদ ও আরামদায়ক রেল পরিষেবা দিতে পূর্ব রেল সর্বদাই সচেষ্ট।