আমাদের ভারত, ১০ জুন: প্রতিরক্ষা ব্যবস্থায় আরও শক্তিশালী হচ্ছে ভারত। খুব তাড়াতাড়ি ৩০ হাজার কোটি টাকার নতুন এয়ার ডিফেন্স সিস্টেম পেতে চলেছে ভারতীয় সেনা। এটির নাম কিউ আর স্যাম সারফেস টু এয়ার মিসাইল। ক্ষেপণাস্ত্রটি তৈরি করবে ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও।
সংবাদ সংস্থা এনআই জানিয়েছে, চলতি মাসেই প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্ত ডিফেন্স অ্যাকিউজেশন কমিটি এই প্রস্তাবে ছাড়পত্র দিতে চলেছে। সূত্রের খবর, শত্রুর ছোড়া ড্রোন এবং ক্ষেপণাস্ত্রগুলি খুব কম সময়ের মধ্যে আকাশে নিষ্ক্রীয় করে দিতে পারবে কিউ আর স্যাম সারফেস টু এয়ার মিসাইল। যুদ্ধকালীন পরিস্থিতির জন্য এই এয়ার ডিফেন্স সিস্টেমটি আদর্শ।
স্বাধীনতার ৭৫ বছরে আত্মনির্ভর ভারতের অঙ্গীকার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার বাস্তবায়ণ সব থেকে বেশি করে দেখা গেছে প্রতিরক্ষা ক্ষেত্রে। ইতিমধ্যে গুজরাট, উত্তরপ্রদেশ- সহ বিভিন্ন রাজ্যে তৈরি হয়েছে এবং আগামী দিনেও হতে চলেছে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানা।
এই বিষয়ে প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, গত ১১ বছরে আমাদের প্রতিরক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। লক্ষ্য আধুনিকীকরণ ও প্রতিরক্ষা উৎপাদনে স্বনির্ভর হওয়া। ভারতকে আরও শক্তিশালী করার সংকল্পে ভারতের জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন তা দেখে আনন্দিত আমরা। সেই ধারা বজায় রেখে এবার আত্মনির্ভরতার পক্ষে পথে আরও এক কদম এগিয়ে গেল ভারত।