lightning, Alipurduar, আলিপুরদুয়ারে বজ্রপাতে আহত চা বাগানের ৯ জন শ্রমিক

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১৮ মে: চা পাতা তোলার সময় বজ্রপাতে আহত হয়েছেন ৯ মহিলা শ্রমিক৷ শনিবার ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের চুয়াপাড়া চা বাগানে। সকলেই আহত অবস্থায় কালচিনির চুয়াপাড়া হাসপাতালে ভর্তি৷ জানা গিয়েছে, আহতদের মধ্যে একজন গর্ভবতী৷ আহতদের মধ্যে দু’জনকে পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

জানা গিয়েছে, বৃষ্টির মধ্যেই চুয়াপাড়া চা বাগানে কাজ করছিলেন শ্রমিকরা৷ সেই সময় আচমকাই বাজ পড়ে৷ চা শ্রমিকদের আহত হওয়ার খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব হাসপাতালে আহতদের দেখতে যান৷ আহতদের সঙ্গে কথাও বলেন তাঁরা৷

তৃণমূল নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে, রাজ্য সরকারের তরফে আহত চা শ্রমিকদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা করা হবে৷ সরকারি যে সুযোগ-সুবিধাগুলি রয়েছে, তা যাতে সকলে পান তা নিশ্চিত করবে প্রশাসন।

বজ্রপাতে আহত এক চা শ্রমিক যোগিতা লোহার বলেন, “আমরা চা পাতা তোলার পর, তা ওজন করার জন্য যাই৷ সেখানেই ওজন চলাকালীন বাজ পড়ে৷ আমার পায়ে খুব জোরে লাগে। আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই। তার পরে হাসপাতালে জ্ঞান ফেরে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *