আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৩০ নভেম্বর: ৯ জন বাংলাদেশী মহিলাকে গ্রেফতার করল বিএসএফ।
বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের ঘটনা। নয় জন বাংলাদেশী মহিলা কাঁটাতার পেরিয়ে সোমবার ভোরবেলা হাকিমপুর সীমান্ত দিয়ে এ দেশে ঢুকে পড়লে টহলদারির সময় বিএসএফ জওয়ানদের নজরে পড়ে যায়। নয় জন মহিলাই বিএসএফের হাতে ধরা পড়ে। তাদের কাছে ভারতে আসার কোনও বৈধ কাগজপত্র ছিল না। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এ দেশে এসেছিল তারা।
জানাগেছে, এদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা এলাকায়। এদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। কাজের সন্ধানে এ দেশে তারা প্রবেশ করেছিল বলে পুলিশকে জানিয়েছে।