আমাদের ভারত, ১৭ নভেম্বর: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মহিলাদের শরীরে গড়ে ছ’বার পরিবর্তন আসে। বিভিন্ন কারণে এই পরিবর্তন হয়। তবে সে বিষয়টি এখানে আলোচ্য নয়। আমাদের আলোচ্য বিষয় স্তন নিয়ে। শরীরের এই পরিবর্তনের সঙ্গে স্বাভাবিকভাবেই আসে স্তনের মাপে পরিবর্তন। আর ঠিক এখানেই মারাত্মক ভুল করে ফেলছেন মহিলারা।
কোনও একটি নির্দিষ্ট দেশ বা মহাদেশে নয়, পৃথিবীর প্রায় সব দেশের মহিলাই এই ভুল করেন। দেখা যায় তাঁরা ভুল সাইজের অন্তর্বাস পরছেন। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, পৃথিবীর প্রায় ৮০ শতাংশ মহিলাই ভুল মাপের ব্রেসিয়ার পরেন। কেন এই ভুল, তার কোনও নির্দিষ্ট কারণ নেই। বিশেষজ্ঞরা বলছেন, অনেক ক্ষেত্রেই অল্পবয়সে একটি বিশেষ সাইজ ফিট করে যাওয়ার পরে মহিলারা ভাবেন, সেটাই তাঁদের সঠিক সাইজ। সেটাই আজীবন পরতে থাকেন।
আবার এ-ও হয় যে, কোনও একটি বিশেষ ডিজাইন বা রং পছন্দ হয়ে গেল। সেটাই বেছে নেন স্বাস্থ্যের বিষয়টি অগ্রাহ্য করে। অনেকে আবার বাকি পোশাকের সঙ্গে সাযুজ্য রেখে অন্তর্বাস কেনার উপরে জোর দেন। সে ক্ষেত্রে মাপে তাঁরা আপস করেন। তাই স্বাস্থ্যের কথা চিন্তা করে নির্দিষ্ট সময় অন্তর সঠিক মাপের অন্তর্বাস পরা উচিৎ।