মোদীর মন্ত্রিসভায় রদবদলের জল্পনার মধ্যেই, বদল হল ৮টি রাজ্যের রাজ্যপাল

আমাদের ভারত,৬ জুলাই : মোদী সরকারের মন্ত্রিসভায় রদবদল এবং সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে চলতে থাকা জল্পনার মাঝেই মঙ্গলবার ৮ রাজ্যে রাজ্যপাল বদলি এবং নিযুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করল রাষ্ট্রপতি ভবন। এই নিযুক্তিকরণ সম্ভবত ৮ জুলাই হতে পারে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর।

রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি অনুসারে, কেন্দ্রের সমাজ কল্যাণ মন্ত্রকের ক্যাবিনেট মন্ত্রী থাওয়ারচাঁদ গেহলতকে কর্নাটকের রাজ্যপাল করা হয়েছে। রাজস্থানের এই বিজেপি নেতা ২০০৯ থেকে রাজ্যসভার দলনেতাও ছিলেন। অনুমান করা হচ্ছে, ৭৩ বছরের বর্ষীয়াণ এই নেতার বয়সের কারণেই তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়ে কর্নাটকের রাজ্যপাল করা হল। রাজ্যপাল হিসাবে তাঁর নিযুক্তি মন্ত্রিসভায় দ্রুত ও সামগ্রিক রদবদলের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, এক্ষেত্রে ক্যাবিনেট, রাজ্যসভা এবং বিজেপি পার্লামেন্টারি বোর্ড নিয়ে মোট ৩ টি শূন্য পদ তৈরী হয়েছে। এই পদগুলিতে নবীনদের নিযুক্তি হতে পারে বলেও অনুমান করা হচ্ছে।

এছাড়া, মিজোরামের রাজ্যপাল পিএস শ্রীধরণ পিল্লাইকে গোয়ার রাজ্যপাল হিসাবে বদলি করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর পরিবর্তে মিজোরামে রাজ্যপাল হিসাবে নিযুক্ত হবেন ডঃ হরিবাবু কাম্ভামপতি। হরিয়ানার রাজ্য পাল সত্যদেব নারায়ণ আর্যকে রাজ্যপাল হিসাবে পাঠানো হল ত্রিপুরাতে।

আরও পড়ুন ভুয়ো ভ্যাকসিন, ভুয়ো তৃণমূল নেতা, ভুয়ো সিবিআইয়ের পর এবার রাজ্যে ভুয়ো ডিএসপি

ত্রিপুরার রাজ্যপাল রমেশ ব্যাসকে পাঠানো হল ঝাড়খণ্ডে। হরিয়ানায় বদলি হলেন হিমাচল প্রদেশের রাজ্যপাল বান্ডারু দত্তাত্রেয়। হিমাচল প্রদেশে রাজ্যপাল পদে নিযুক্ত হলেন গোয়ার বর্ষীয়াণ বিজেপি নেতা এবং প্রাক্তন স্পিকার রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। আর মধ্যপ্রদেশে রাজ্যপাল পদে মঙ্গুভাই ছগনভাই প্যটেলকে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি।

এদিকে মোদী মন্ত্রীসভার সংখ্যা বাড়বে খুব শীঘ্রই বলে খবর।
বর্তমানে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও তাঁর মন্ত্রীপরিষদের শক্তি ৫৩ জন, এই সংখ্যা ৮১ হবে বলে অনুমান করছে বিশেষজ্ঞমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *