আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১২ ডিসেম্বর: উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা কলেজে শুক্রবার ছাত্র সংঘর্ষের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করল গোবরডাঙ্গা থানার পুলিশ। গোবরডাঙ্গা থানার বিভিন্ন এলাকা থেকে তাদের ধরা হয়। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। ধৃতরা প্রত্যেকেই বিজেপি সমর্থক বলে জানা গিয়েছে। তবে কলেজে হামলা এবং একে অপরের মারধরের ঘটনায় উভয় পক্ষই গোবরডাঙা থানায় অভিযোগ দায়ের করে। এখনো পর্যন্ত বেশ কয়েকজন এই ঘটনায় পলাতক। ধৃতরা হলো গৌতম পাল, রতন গোস্বামী, দীপ্রদেব শর্মা, স্বপন দেব, নিতাই ঋষি দেব, রঞ্জিত পরামানিক, নিমাই গাইন ও সঙ্গীতা বসু।