সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ নভেম্বর: নদীগর্ভ থেকে অবৈধভাবে বালি তোলার সময় আচমকাই পুলিশের হানা। হাতে নাতে ধরা পড়ে ৮ ব্যক্তি। আটক করা হয় পাঁচটি ট্রলার,দুটি ইঞ্জিন ভ্যান, একটি গরুর গাড়ি।বাজেয়াপ্ত করা হয় সাড়ে তিনশো ফুট বালি। আজ সকালে বাঁকুড়া শহরের লোকপুরে এই ঘটনা ঘটে।
জেলা জুড়ে বিভিন্ন নদী ঘাট থেকে অবৈধভাবে বালি তুলে তা চড়া দামে বিক্রি হচ্ছে বলে প্রায়ই অভিযোগ ওঠে।প্রশাসনের নির্দেশকে কার্যত উপেক্ষা করেই চলে এই কাজ। এই কাজে রাজনৈতিক নেতাদের মদত রয়েছে বলেও শোনা যায়। বাঁকুড়া শহরের পাশ দিয়ে বয়ে চলা দ্বারকেশ্বর ও গন্ধেশ্বরী নদীর ঘাট থেকে দিনের বেলাতেও চলে বালি তোলা ও পাচার। আজ সকালে বাঁকুড়া সদর থানার পুলিশ আচমকা হানা দেয় শহরের লোকপুর নদী ঘাটে। নিত্যদিনের মতো এদিনও চলছিল বালি তোলার কাজ। এই সময় পুলিশ হাতেনাতে ধরে ফেলে আট ব্যক্তিকে।
বালি পাচারে ব্যবহৃত পাঁচটি ট্রলার, দুটি ইঞ্জিন ভ্যান, একটি গরুর গাড়ি ও আনুমানিক সাড়ে তিনশো স্কোয়ার ফুট বালি। এই অভিযান জারি থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।