অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ৮ এপ্রিল: আজ ৮ই এপ্রিল, পূর্ববাংলা থেকে বিতাড়িতদের অসীম লজ্জার দিন। সোমবার এক্স হ্যান্ডলে এ কথা জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তিনি লিখেছেন, “সমস্ত বাঙালি হিন্দুদের জন্য, বিশেষ করে যারা ইসলামিক নিপীড়নে পূর্ববাংলা থেকে বিতাড়িত, তাদের জন্য অসীম লজ্জা ও দুঃখের দিন। ১৯৫০ সালের এই দিনে নেহেরু পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের সাথে একটি নারকীয় বোকা চুক্তি (দিল্লি চুক্তি) স্বাক্ষর করেন।
এখানে সতর্কভাবে লুকানো রয়েছে একটি গল্প। পাকিস্তানি শাসকগণ, বাংলা ও উর্দু উভয় ভাষাভাষীরা, পূর্ব পাকিস্তানে হিন্দু সংখ্যালঘুদের উপর ভয়ঙ্কর ও নির্দয় নিপীড়ন ও নিপীড়নের একটি পর্ব শুরু করে। নেহেরু সব জানতেন, কিন্তু কিছুই করেননি। তারপর, যখন পশ্চিমবঙ্গে প্রতিশোধ শুরু হয়, নেহরু হঠাৎ জেগে ওঠেন এবং চুক্তিতে স্বাক্ষর করেন, ভালভাবে জেনেছিলেন যে লিয়াকত এবং তাঁর দল এই হত্যাকাণ্ডের প্রকৌশলী ছিল।
এটি হিন্দু সংখ্যালঘুদের ভাগ্য নির্ধারণ করে এবং তাঁদের অভিশাপ দেয়। ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় চুক্তির প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।”