স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৬ জানুয়ারি: রায়গঞ্জ স্টেডিয়ামে ৭৪ তম সাধারণতন্ত্র দিবস পালন করা হল। উত্তর দিনাজপুর জেলা শাসক অরবিন্দ মীনা জাতীয় পতকা উত্তলন করেন। সাথে ছিলেন রায়গঞ্জ পুলিশ সুপার সানা আক্তার।
পুলিশ ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা মার্চ পাষ্ট করেন। পাশাপাশি বিভিন্ন দপ্তরের টেবলো প্রদর্শিত হয়। এর পরেই কালচারাল ফোমারের উদ্যোগে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে। এই ৭৪ তম সাধারণতন্ত্র দিবস উদযাপনে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, করনদিঘীর বিধায়ক গৌতম পাল, রায়গঞ্জ পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ পুর প্রশাসক অরিন্দম সরকার সহ অন্যান্য জেলা আধিকারিকরা।