পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ সেপ্টেম্বর: আগামী ১১ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট ঘোষণা করা হয়েছে, যা আসন্ন দুর্গাপুজোর উৎসবকে ব্যাহত করার আশঙ্কা রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পুলিশি হয়রানি, ওভারলোডিং এবং বাংলাদেশে ট্রাক ড্রাইভারদের উপর অত্যাচার সহ বিভিন্ন ইস্যুর প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়।
সংগঠনটি পুলিশি হয়রানি, ওভারলোডিং এবং ট্রাক ড্রাইভারদের বিরুদ্ধে যত্রতত্র অনলাইন কেস দেওয়া বন্ধ করার দাবি জানিয়েছে। তারা মোহনপুর ব্রিজে যানবাহনের চলাচলের জন্য ব্যবস্থা অথবা নিচ দিয়ে বিকল্প ব্যবস্থারও দাবি করেছে। এদিন তারা জেলাশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিও জমা দেন। এই দাবি সম্বলিত বিষয় নিয়েই আগামী ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর ৭২ ঘন্টার ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে। প্রায় ৪,০০০ সদস্য এবং ১০,০০০ ট্রাক নিয়ে সংগঠনের ধর্মঘটের ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি এবং এর ফলে দাম বাড়ার আশঙ্কা রয়েছে। সংগঠনটি পূর্বেও এই ইস্যুগুলো নিয়ে প্রতিবাদ করেছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছে। সরকার যদি তাদের দাবি মেনে না নেয়, তাহলে সংগঠনটি দুর্গাপুজোর আগে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
তবে আজ এই ধর্মঘট শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই পুলিশ এসে ধর্মঘটিদের সরিয়ে দেন। এই ধর্মঘট- এর মধ্যেই আজ আটকে পড়েন বিধায়ক শ্রীকান্ত মাহাতো।