পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: ১৮০০৬ ডাউন সামলেশ্বরী এক্সপ্রেস থেকে উদ্ধার হল প্রায় ৬২ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা। রেল পুলিশ আজ সকালে খবর পেয়ে সামলেশ্বরী এক্সপ্রেসের একটি কামরা থেকে এক মহিলা সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করে। এদের কাছ থেকে প্রায় ৬২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে রেল পুলিশ জানিয়েছে।
অভিযুক্তরা হলেন বাদশা শেখ, সোনামণি লামা, শচীন মণ্ডল, কাজী মমতাজ। অভিযুক্ত চারজনকে আজকে খড়্গপুর মহকুমা আদালতে তোলা হয়। ওই চার অভিযুক্ত পূর্ব বর্ধমানের বাসিন্দা। আজ ভোরে ওড়িশার সমলেশ্বরী স্টেশন থেকে এরা ট্রেনে উঠেছিল। অভিযুক্তরা জানিয়েছে, একজন এদের প্যাকেটগুলো দিয়েছিল। প্যাকেটগুলো তারা পৌঁছতে যাওয়ার সময় পুলিশ তাদের গ্রেফতার করে।