Arjun Singh, BJP, Saudi Arabia, কাজের জন্য সৌদি আরবে গিয়ে বিপদে ৬০ জন ভারতীয়, ভিডিও বার্তায় সাংসদ অর্জুন সিং- এর কাছে তাদের উদ্ধার করে দেশে ফেরানো আবেদন

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৩ মে: রাজ্যের বহু মানুষ বেশি অর্থ উপার্জনের জন্য দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিয়ে থাকেন। পশ্চিমবঙ্গ থেকে কর্মসংস্থানের জন্য সৌদি আরবে গিয়ে আটকে পড়েছেন প্রায় ৬০ জনের মতো বঙ্গবাসী। বর্তমানে সেই দেশে বিপদের সম্মুখীন অবস্থায় রয়েছে তারা। অভিযোগ, দীর্ঘ ছয় থেকে আট মাস ধরে তারা বেতন পাচ্ছে না এমনকি সৌদি আরব থেকে তাদের ফিরে আসতেও দেওয়া হচ্ছে না। ওখানে আটকে থাকা ব্যক্তিদের পক্ষ থেকে সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং- এর কাছে কাতর আবেদন করেছেন তারা, তাদেরকে যেন উদ্ধার করে দেশে ফেরানো ব্যবস্থা করা হয়।

আর এই ষাটজনের মধ্যে হাজিনগর এলাকার বাসিন্দা রবি প্রতাপ সিং- এর বাবা অভিমুন্য সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তাদের ছেলে ওই দেশে কাজের জন্য গেছেন, কিন্তু বেশ কয়েকমাস ধরে তাকে কোনো টাকা দেওয়া হচ্ছে না। এমনকি দেশে ফিরতেও দেওয়া হচ্ছে না। তাই তারা খুবই উৎকণ্ঠায় আছে। তার ছেলেকে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে সব রকম সহযোগিতা চেয়েছে। তার পাশাপাশি রবি প্রতাপ সিং- এর স্ত্রী জুই সিং আবেদন করেন, অবিলম্বে তার স্বামীকে দেশে ফেরানোর ব্যবস্থা করুক সরকার সহ সাংসদ ও বিধায়করা।

অপর দিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই প্রসঙ্গে বলেন, তিনি প্রধানমন্ত্রী সহ বিদেশ মন্ত্রকের কাছে আবেদন করেছেন যাতে ওই যুবকদের তাদের দেশে ফিরিয়ে আনা যায়। এমনকি প্রাক্তন সাংসদ তার এক্স হ্যান্ডেলেও বিষয়টি নিয়ে টুইট করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *