মাতৃভাষা দিবসে ৫ কিমি দৌড় প্রতিযোগিতা

আমাদের ভারত, শালবনী, ২১ ফেব্রুয়ারি: ছাত্র যুব শিক্ষক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্বন্বয় মঞ্চের উদ্যোগে মাতৃভাষা দিবসে ৫ কিমি দৌড় প্রতিযোগিতা হয়ে গেল পশ্চিম মেদিনীপুরে। প্রতিযোগিতা শুরুর আগে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত সকলে পশ্চিমবঙ্গের একতা ও মৈত্রীর শপথ নেন। শালবনী জাগরণের সম্পাদক সন্দীপ সিংহ, বাঁকিবাঁধের অঞ্চল প্রধান কৌশিক দোলই, আমরাই প্রাথমিক শিক্ষক সংগঠনের কর্ণধার সৌমিত্র চোঙদারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই দৌড় প্রতিযোগিতায় পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, হুগলী এবং হাওড়া জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। প্রতিযোগীদের হাতে মেডেল, মেমেন্টো, জার্সি ও আর্থিক পুরস্কার তুলে দেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ, শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাত, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ী, কর্মাধ্যক্ষ নিতাই মাহাত, মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক সঞ্জিত তোরই। 

সর্বসাধারণের জন্য এই প্রতিযোগিতায় আটজনকে আর্থিক পুরস্কার দেওয়া হয়। প্রথম হন পশ্চিম মেদিনীপুরের লক্ষীকান্ত মাহাত, দ্বিতীয় ঝাড়গ্রামের সুকান্ত মুর্মু ও তৃতীয় পুরুলিয়ার শক্তিপদ বাউরি। মেয়েদের প্রথম তিনজনকে আর্থিক পুরস্কার দেওয়া হয় প্রথম হন পশ্চিম বর্ধমানের ঋষিতা ঘোষ, দ্বিতীয় পশ্চিম মেদিনীপুরের সম্বরী মান্ডি ও তৃতীয় হাওড়ার ঋতুপর্ণা পাত্র। ভেটেরান প্রতিযোগীদের মধ্যে প্রথম হন শালবনীর রঞ্জিত মাহাত, দ্বিতীয় মধুসূদন মাহাত ও তৃতীয় অনিল মাহাত, এদিন ক্ষুদে দুই প্রতিযোগী জয়দেব মাহাত ও রাজু মাইতিকেও পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *