পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুন: লোকসভা নির্বাচনে বামফ্রন্টের ভরাডুবির পর সিপিআই- এর শ্রমিক ইউনিয়নের নেতা যোগ দিলেন তৃণমূলের শ্রমিক ইউনিয়নে। মঙ্গলবার বিকেলে মেদিনীপুর জেলা তৃণমূল কার্যালয়ে আয়ুব আলী সহ ৫০০ জন সিপিআই শ্রমিক ইউনিয়নের সদস্য যোগ দেন তৃণমূলের শ্রমিক ইউনিয়নে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত ব্যানার্জি।
উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা সহ অন্যান্য নেতৃত্ব।
আয়ুব আলি জানান, শ্রমিকদের অধিকার সহ বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করতে তিনি তৃণমূলের শ্রমিক ইউনিয়নে যোগ দিলেন।