আশিস মণ্ডল, রামপুরহাট, ১৮ জুলাই: দুটি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে মৃত্যু হলো দুটি মোটর সাইকেলের পাঁচ আরোহীর। ঘটনায় গুরুতর জখম হয়েছে আরো দুই মোটর সাইকেল আরোহী। মৃতদের নাম সামসুল হক, মিসবুল হক, আরিফ মহম্মদ, নাসিম সেখ ও রহমতুল্লা। বুধবার রাতে মর্মান্তিক পথ দূর্ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে বীরভূমের রামপুরহাট থানার পুরাপাড়া গ্রামের কাছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নলহাটির দিক থেকে একটি মোটর সাইকেলে চেপে তিন যুবক রামপুরহাটের দিকে আসছিল। সামনের দিক থেকে অপর একটি মোটর সাইকেলে আসছিল চার যুবক। ১৪ নম্বর জাতীয় সড়কে রামপুরহাট থানার পুরাপাড়া গ্রামের কাছে নিয়ন্ত্রন হারিয়ে দুটি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষ বাধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মোটর সাইকেল আরোহীর। গুরুতর আহত হন বাকী পাঁচজন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ। পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে মৃত্যু হয় আরো তিন জনের।