মুম্বাই হামলার মূল চক্রি হাফিজ সৈয়দকে ৫ বছরের কারাদণ্ড দিল পাক আদালত

আমাদের ভারত,১২ ফেব্রুয়ারি: মুম্বাই হামলার মূল চক্রি হাফিজ সৈয়দকে ৫ বছরের কারাদণ্ডের সাজা শোনাল পাক আদালত। জঙ্গিদের আর্থিক সাহায্য করে হাফিজ সৈয়দ এই অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সেই মামলায় ৫ বছরের জেল হয়েছে। ২৬/১১ হামলার মূল চক্রী হাফেজ সৈয়দের বিরুদ্ধে বেআইনি ট্রাস্ট তৈরি করে সম্পত্তির পরিমাণ বাড়িয়ে অর্থ জোগাড় করে তা সন্ত্রাসমূলক কাজে ব্যবহার করার অভিযোগ রয়েছে। হাফিজ সৈয়দ ও তার সংগঠন ছাড়াও লস্কর ই তৈবা এবং এফ আই এফ এর বিরুদ্ধে একই অভিযোগ আছে।

মুম্বাই হামলার পর রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ হাফিজ সৈয়দকে নিষিদ্ধ ঘোষণা করে। তার গতিবিধির ওপর জারি করা হয় নিষেধাজ্ঞা। বাজেয়াপ্ত করা হয় তার বিপুল সম্পত্তি। গত বছর জুলাই মাসে পাকিস্তান থেকে গ্রেফতার হয় হাফিজ সৈয়দ। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের প্রচার ও জঙ্গি সংগঠনগুলোকে অর্থসাহায্য করা ছাড়া আরও বেশ কিছু অভিযোগে চার্জশিটপেশ করা হ গুজরানওয়ালা আদালতে।

পাকিস্তানের অ্যান্টি টেরোরিজম অ্যাক্টে হাফিজের বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই সময় বাজেয়াপ্ত হয়, তার লাহোর, মুলতান, গুজরানওয়ালায় থাকা একাধিক বেনামী সম্পত্তি। হাফিজ ছাড়াও এই একই অভিযোগে মামলা দায়ের হয়েছে তার ১২ জন ঘনিষ্ঠ সঙ্গীর বিরুদ্ধেও। এই সঙ্গীদের নামেও ছিল বিপুল সম্পত্তি। সেটাও কাজে লাগানো হতো সন্ত্রাসবাদের কাজেই।

মুম্বাই হামলার মূল চক্রী ছিল হাফিজ সৈয়দ আর এই জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল১৬৬ জনের। পাকিস্তানের মাটিতে হাফিজের বিরুদ্ধে ২৩ টি মামলা রয়েছে। হাফিজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ভারত পাকিস্তানকে বহুবার ডসিয়র পাঠিয়েছে। সেখানে হাফিজের কার্যকলাপের পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হয়েছে। কিন্তু তা সত্বেও হাফিজের ঘোরাফেরা কোন নিষেধাজ্ঞা পাকিস্তান জারি করেনি। নির্দ্বিধায় ভারতবিরোধী বিভিন্ন র্যালিতে অংশ নিত হাফিজ। এতদিনে আন্তর্জাতিক চাপে পড়ে এই কুখ্যাত জঙ্গী কে পাঁচ বছরের সাজা শোনাল আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *