আমাদের ভারত, রামপুরহাট, ২৩ ডিসেম্বর: টাটা সুমোর সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল পাঁচ জনের। জখম আরও ২৫ জন। তাদের রামপুরহাট মেডিক্যাল কলজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর রামপুরহাট থানার বিনোদপুর গ্রামে মোড়ে।
জানা গিয়েছে, মুরারই থানার পলসা গ্রাম থেকে এক প্রসূতিকে টাটা সুমোতে চড়িয়ে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিল। টাটা সুমোতে প্রসূতিকে নিয়ে আটজন যাত্রী ছিল। অন্যদিকে তারাপীঠে শবদাহ করে একটি ট্রাক্টর মাড়্গ্রাম থানার পরিহারপুর গ্রামে ফিরছিল। ৬০ নম্বর জাতীয় সড়কে বিনোদপুর গ্রামের কাছে একটি মারুতিকে বাঁচাতে গিয়ে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে টাটা সুমোকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যায় মইনুদ্দিন শেখ (১২), পঞ্চানন কোনাই (৬০) এবং তিলক লেট (৬০)। মইনুদ্দিন টাটা সুমোর যাত্রী ছিল। বাকি দুজন শবদাহ করে ফিরছিল। দুজনের পরিচয় পাওয়া যায়নি।