পার্থ খাঁড়া, আমাদের ভারত, ৬ ফেব্রুয়ারি : ভোররাতে বস্তিতে আগুন লেগে পুড়ে গেল ৫টি ঝুপড়ি। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার ক্ষীরপাই পৌরসভার এলাকার।
ক্ষীরপাই পৌরসভার ২ নং ওয়ার্ডের হালদার দিঘী এলাকায় রাস্তার পাশের বস্তিতে রাত তিনটে নাগাদ আগুন লাগে। আগুন ভস্মিভূত হয় পাঁচটি ঝুপড়ি। কেউ বা কারা এই আগুন লাগিয়েছে বলে অনুমান করছেন এলাকার বেশ কিছু সাধারণ মানুষ।
বস্তিতে আগুন লাগার পরে এলাকার মানুষজন থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌছে সকলকে উদ্ধার করে। চোখের সামনে নিজেরদের আশ্রয় টুকু হারিয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন ওই ঝুপড়িবাসীরা। ঘটনাস্থলে দমকলবাহিনী পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঝুপড়িবাসীদের ওই জায়গা থেকে কিছুটা দূরে সরিয়ে আনা হয়েছে। ভোরেই ঘটনাস্থল পরিদর্শনে যান ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক। ঘটনাস্থলে যান ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান। ওয়ার্ডের কাউন্সিলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কিছু আর্থিক সাহায্য করছেন এবং তাদের থাকা খাওয়ার দায়িত্ব নিচ্ছেন।
মাথার উপরের আচ্ছাদন হারিয়ে দিনা আনা দিন খাওয়া মানুষগুলো কী করবে সেটাই বড় প্রশ্ন তাদের কাছে।