রাজেন রায়, কলকাতা, ৫ জুন: শুক্রবার সব রেকর্ড ভেঙে ৪২৭ জন করোনা পজিটিভে ৭০০০-এর গণ্ডি এবার পার করে ফেলল রাজ্য। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৩০৩। ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে মোট করোনায় মৃত্যু ২৯৪ জনের। অন্যদিকে, করোনা আক্রান্ত থেকে অন্য উপসর্গে ৭২ জনের মৃত্যুর হিসেব ধরলে রাজ্যে মোট মৃত্যু ৩৬৬ জনের।
২৪ ঘন্টায় আরও ১৪৪ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ হলেন ২৯১২ জন। আর তার কারণেই সুস্থ হওয়ার হার ৩৯.৮৭ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৪০২৫ জন। তার মধ্যে এ দিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে ২৭২ জনের।
বুলেটিনে আরও জানানো হয়েছে, এদিন পর্যন্ত রাজ্যের ৪২ টি ল্যাবে মোট করোনা টেস্টের সংখ্যা ২৫১৫১৭ জনের। তার মধ্যে ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৯৬৮৬ জনের। এর মধ্যে ২ টি ল্যাবে চলতি সপ্তাহেই অনুমোদন পেয়েছে রাজ্য সরকার। রাজ্যের ৬৯ টি করোনা হাসপাতাল, ১৬ টি সরকারি এবং ৫৩ টি বেসরকারি হাসপাতালে মোট ৮৭৮৫ টি বেড আছে, আইসিইউ পরিষেবা রয়েছে ৯২০ জনের। ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। তার ১৯.৫৭ শতাংশ রোগী ভর্তি আছেন।
সরকারি ৫৮২টি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ২৩০৭৭ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৫৯৭০০ জনকে। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৫১৮৪৮ জন। ছেড়ে দেওয়া হয়েছে ১০২৯১২ জনকে। শ্রমিক স্পেশাল ট্রেন ফেরত পরিযায়ী শ্রমিকদের তথ্যে জানানো হয়েছে, ১১৫০৪টি কোয়ারেন্টাইন সেন্টারে ১৩৯৬২৪ জন শ্রমিককে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। করোনা পরীক্ষা করে সুস্থ দেখে ৫৫৮৭১ জন শ্রমিককে কোয়ারেন্টাইন সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
এছাড়া এদিনের বুলেটিনে জেলাওয়াড়ি তথ্যে জানানো হয়েছে, কলকাতায় এদিন ১০১ আক্রান্তের সংখ্যা বাড়ায় মোট সংক্রমণ ২৫৮৯ জনের। এদিন কলকাতায় আরও ৪ জনের মৃত্যু হওয়ায় কলকাতাতেই মোট মৃত্যু ২৩৮ জনের। এর পরেই হাওড়ায় ৬২ জনের সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ১৩২৬ জনের। এখানে আরও ৪ জনের মৃত্যু হওয়ায় এই জেলায় মোট মৃত্যু সংখ্যা বেড়ে হল ৪৬ জন। উত্তর ২৪ পরগনায় ৬৫ সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ৯৭৫ জনের। এখানে আরও ২ জনের মৃত্যু হওয়ায় এই জেলায় মোট মৃত্যু সংখ্যা বেড়ে হল ৪৯ জন। হুগলিতে ৪৪ সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ৪৭৩ জনের। এখানে আরও ১ জনের মৃত্যু হওয়ায় এই জেলায় মোট মৃত্যু সংখ্যা বেড়ে হল ১২ জন।এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া ছাড়া সংক্রমণ বেড়েছে বাকি সব ক’টি জেলাতেই।