পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ এপ্রিল: ঘাটালে খানা তল্লাশিতে উদ্ধার হওয়া ৪০ কেজি তাজা বোমা নিষ্ক্রিয় করা হলো। ভোটের আগে বেশ কিছুদিন ধরে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় নাকা তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ৪০ কেজি বোমা উদ্ধার করে পুলিশ। হাইকোর্টের নির্দেশে উদ্ধার হওয়া বোমাগুলি শুক্রবার ঘাটালের মেঠেলা সংলগ্ন ঝুমি নদীর তীরে নষ্ট করে দেওয়া হয়।
বোম স্কোয়াডের সদস্যরা বেশ কিছুক্ষণ ধরে বোমাগুলি আগুন লাগিয়ে ফাটিয়ে দেয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঘাটালের এসডিপিও। একটি ইঞ্জিন সহ উপস্থিত ছিলেন দমকল বিভাগের কয়েকজন কর্মী।