রাজস্থানের জয়সলমেরে ৪০ বিঘা জমিতে পাকিস্তান থেকে আসা উদ্বাস্তু হিন্দুদের পাকাপাকি থাকার ব্যবস্থা করা হল

আমাদের ভারত, ২৫ মে:
রাজস্থানের জয়সলমেরে পাকিস্তান থেকে ছিন্নমূল হয়ে আসা উদ্বাস্তু হিন্দুদের জন্য পাকাপাকি থাকার ব্যবস্থা করা হলো। সেজন্য জমি চিহ্নিত করেছে সেখানকার জেলা প্রশাসন। সেখানে ধাপে ধাপে জমি দেওয়া হবে বলে জানিয়েছেন জয়সলমীরের কালেক্টর টিনা ধাবি।

তিনি জানান, পাকিস্তানের হিন্দু উদ্বাস্তুদের জন্য ৪০ বিঘা জমি দেওয়া হবে। একশোর বেশি হিন্দু অভিবাসীদের পুনর্বাসিত করা হবে সেখানে। জেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরে মূলসাগরের কাছে তাদের এই পুনর্বাসন দেওয়া হচ্ছে।

এর আগে নগর উন্নয়ন ট্রাস্ট অমরসাগর এলাকার বিভিন্ন নির্মাণ ভেঙ্গে দিয়েছিল যেখানে এই উদ্বাস্তুরা থাকছিলেন। ১৫ ই মে এই অভিযান হয়। বলা হয়েছিল, অবৈধ নির্মাণ ভেঙ্গে দেওয়া হচ্ছে। বুধবার কালেক্টর টিনা ধাবি বলেন, পাকিস্তানি হিন্দু উদ্বাস্তুদের জন্য ওই জমি দেওয়া হয়েছে। তারা ভারতীয় নাগরিকত্ব পেলে এই জমি তাদের নামে বন্টন করা হবে।

৪০ বিঘা জমির মধ্যে যারা অমরসাগরে সরকারি জমিতে বসবাস করছিলেন তাদের দেওয়া হচ্ছে। কালেক্টর বলেন, জেলা প্রশাসন সমস্ত নাম খতিয়ে দেখবে, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় তাদের একাউন্ট খতিয়ে দেখা হবে। কারা দীর্ঘ মেয়াদের ভিসা নিয়ে বসবাস করছেন তাও খতিয়ে দেখা হবে। তাদের মধ্যে কতজন নাগরিকত্ব পেয়েছেন খতিয়ে দেখা হবে। যারা ইতিমধ্যে নাগরিকত্ব পেয়েছেন তাদের আগে জমি দেওয়া হবে। তারপর বাকিদের দেওয়া হবে।

এই সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গৃহহারা পরিবারের জন্য জমি চিহ্নিত করে তারপর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির পক্ষ থেকে বাকি প্রক্রিয়াগুলি করা হবে, জমি পুনর্বাসন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত হিন্দু মাইগ্রেন্টেদের সরকার পরিচালিত আশ্রয় শিবিরে রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *