পার্থ খাঁড়া, মেদিনীপুর, ৭ মার্চ: সম্প্রতি মেদিনীপুর শহরের হোসনাবাদ (বল্লভপুর, ওয়ার্ড নং- ১৬) পুরাতন মসজিদ সংলগ্ন- ইসলামিয়া মক্তবের তৃতীয় বাৎসরিক পরীক্ষার কৃতিদের পুরস্কৃত করা হয়। এই সভায় মসজিদ কমিটির সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম ও শিক্ষক মন্ডলীর উপস্থিতিতে কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
বাৎসরিক পরীক্ষার কৃতিদের পুরস্কৃত করা ছাড়াও তাৎক্ষণিক ‘কিরাত, নাও এবং মিরাতের প্রতিযোগীতা সহ মোট ১৬০ জন ছাত্র ছাত্রীকে পুরস্কৃত করা হয়। উপস্থিত বক্তারা ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, মোবাইল ফোন থেকে দূরে সরে গিয়ে বইকে আপন করে নিতে হবে। বইয়ের থেকে বড় বন্ধু এই দুনিয়ায় নেই, যা তোমাদের ছেড়ে কোনোদিন চলে যাবে না।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলাম সেখ, জালালুদ্দিন সাহেব এবং মোতয়াল্লী ডাঃ সৈয়দ মহম্মদ হোসেন।