Library, Ghatal, ঘাটালের বাড়গোবিন্দ শরৎচন্দ্র গ্রামীণ পাঠাগারের ৩৬তম বার্ষিক অনুষ্ঠান

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: ঘাটালের বাড়গোবিন্দ শরৎচন্দ্র গ্রামীণ পাঠাগারের ৩৬তম বার্ষিক অনুষ্ঠান হলে কালিচক বাড়গোবিন্দ দেশপ্রাণ উচ্চ বিদ্যালয়ে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবর্ষে নজরুল সম্পর্কে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা করা হয়।অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট কবি শচীন মান্না, শরৎচন্দ্র ও নজরুলের দৃষ্টিতে সমাজ সংসারে নারীর অবস্থান সম্পর্কে আলোচনা করেন। পার্শ্ববর্তী ২০টি গ্রামের বন্যা দুর্গত, দু:স্থ মানুষদের কম্বল বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ আশিস হুদাইত, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর, পঞ্চায়েত সদস্যা রমা খাঁড়া, ডাঃ বিকাশ চন্দ্র হাজরা, ডাঃ স্বপন কুমার চক্রবর্তী, চৌকা নেতাজি বিদ্যামন্দিরের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ মাইতি সহ অনেক শিক্ষক-শিক্ষিকা ও বিশিষ্ট মানুষজন।

পাঠাগার সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক কানাইলাল পাখিরা বলেন, শরৎচন্দ্র গ্রামীণ পাঠাগার ১৯৮৮ সাল থেকে মনীষী চর্চা, চিকিৎসা পরিষেবা ও স্বাস্থ্য সচেতনতা, দু:স্থ ও অসহায় মানুষদের ত্রাণ সামগ্রী বিতরণ, রক্তদান শিবির, কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা, বন্যা দূরীকরণে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আন্দোলন সংগঠিত করা প্রভৃতি সমাজকল্যাণমূলক কাজ করে চলেছে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বীণাপাণি কলা মন্দিরের বিশেষ নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *