সুন্দরবনে বেড়াতে এসে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৩৫ জন পর্যটক

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৩ ডিসেম্বর: সুন্দরবনে বেড়াতে এসে প্রাণে বাঁচলেন জনা পঁয়ত্রিশ পর্যটক। ভুটভুটিতে পর্যটকদের জন্য রান্নার সময় আচমকা গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ধরে যায়। কোনওমতে জ্বলন্ত ভুটভুটি থেকে নদীতে ঝাঁপ দেন সকলে। মৈপীঠ কোস্টাল থানার পুলিশ ও বনকর্মীদের যৌথ উদ্যোগে সকলকে উদ্ধার করা সম্ভব হয়েছে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বনি ক্যাম্পের কাছে।

নামখানা থেকে জনা ৩৫ পর্যটকদের একটি দল বেড়াতে এসেছিলেন সুন্দরবনে। সকাল থেকে সুন্দরবনের বিভিন্ন এলাকায় ভুটভুটিতে ঘোরাঘুরি করছিলেন তারা। এদিন দুপুরে যখন তাদের ভুটভুটি বনি ক্যাম্পের কাছে ছিল তখনই আচমকা রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। তা থেকেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভুটভুটিতে। আতঙ্কে পর্যটকরা সকলেই নদীতে ঝাঁপ দেন। তবে ভুটভুটি চালকের উপস্থিত বুদ্ধির জেরে প্রাণে বেঁচেছেন সকলেই।

ভুটভুটিতে আগুন লাগলে সকলে চিৎকার শুরু করেন। সেই সময়, আশপাশের মৎস্যজীবীরাও এগিয়ে আসেন তাঁদের সাহায্যের জন্য। বারাসাতের আমডাঙ্গা থেকে এসেছিলেন এই পর্যটকদের দলটি। উদ্ধারের পর তাঁদের সকলকে মৈপীঠ কোস্টাল থানায় নিয়ে আসা হয়েছে। সেখান থেকে তাঁদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করছে পুলিশ। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত পর্যটকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *