আমাদের ভারত,১২ জানুয়ারি: জম্মু-কাশ্মীরের ত্রালে সেনা জঙ্গির গুলির লড়াইতে রবিবার নিকেশ হয়েছে স৩ কুখ্যাত জঙ্গি। নিখোঁজ হওয়া জঙ্গিদের তালিকায় রয়েছে হিজবুলের অন্যতম কমান্ডার হাম্মাদ খান নিরাপত্তা রক্ষীদের গুলিতেই মৃত্যু হয়েছে তার বলে খবর।
সেনার কাছে গোপন সূত্রে খবর ছিল ত্রার এলাকায় একটি বাড়িতে গা- ঢাকা দিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। তার মধ্যে অন্যতম ছিল এই হাম্মাদ খান। কাশ্মীরে হিজবুলের কমান্ডার সবজার আহমেদ মৃত্যুর পর ২০১৭-থেকে দায়িত্ব নেন হাম্মাদ খান। মৃত জঙ্গিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।
গোয়েন্দারা আত্মগোপন করে আছে সেই খবর জানতে পেরেই রবিবার সকালে দক্ষিণ কাশ্মীর জেলার গুলশান পাড়া এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সেনা। জঙ্গিদের চারিদিক দিয়ে ঘিরে ফেলে শুরু হয় গুলির লড়াই। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ের পর মৃত্যু হয় ওই তিনজঙ্গির। জম্মু-কাশ্মীরে কুলগামছ ২ জঙ্গির সঙ্গে পুলিশের এক শীর্ষ কর্তাকে গ্রেফতার করার পর এনকাউন্টারের ঘটনা ঘটে।